গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া মহকুমা প্রশাসন একাদশ ও কাটোয়া মহকুমা প্রেস ক্লাব একাদশের মধ্যে সম্প্রীতি কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল।কাটোয়া মহকুমা প্রশাসন একাদশ নির্ধারিত আট ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কাটোয়া মহকুমা প্রেসক্লাব একাদশ ৬ উইকেটে ৬১ রান করে।
সম্প্রীতি কাপের খেলায় দু দলকে ট্রফি প্রদান করা হয়।শনিবার দুপুরে কাটোয়ার গোবিন্দ বাগান খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট ম্যাচের ব্যাট ধরে সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বল করেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল।
খেলায় মহকুমা প্রশাসনের পক্ষে খেলেছেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল, কাটোয়ার এস ডি পি ও ত্রিদিব সরকার, মঙ্গলকোটের ও সি প্রসেনজিৎ দত্ত , কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট
আরিকুল ইসলাম প্রমুখ আধিকারিগণ। প্রেসক্লাবের পক্ষে খেলেছেন রানা দাস, অসিত বন্দ্যোপাধ্যায়, রণদেব মুখোপাধ্যায়, সঞ্জয় দাস,সন্দীপ ঘোষচৌধুরী, অভ্র বন্দ্যোপাধ্যায়, বিজয় অধিকারী,চন্দন সেনগুপ্ত,অরূপ সেনগুপ্ত প্রমুখ। অধিনায়ক ছিল ইন্দ্রজিৎ ঘোষ।খেলার মাঠে ক্রীড়ামোদী মানুষেরা উপস্থিত ছিলেন।