গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া ২ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগেও কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় , শ্রীবাটী গ্রাম পঞ্চায়েত, পলসোনা গ্রাম পঞ্চায়েত এবং জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সোমবারঔ তিনগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ৪০০জন উপভোক্তাদের প্রত্যেককে ১০ টি করে মোট ৪০০০টি উন্নত মানের ১মাস বয়সের আর আই আর মুরগির বাচ্চা প্রদান করা হয় ।
এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে মুরগি পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় । মুরগি গুলির স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক উপভোক্তাদের ঔষধ ও মুরগি গুলিকে রাণীক্ষেত রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয় ।
কাটোয়া ২ নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না জানান,৪০০জন উপভোক্তাদের মধ্যে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর ৫০ জন উপভোক্তা,শ্রীবাটী গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০জন উপভোক্তা,পলসোনা গ্রাম পঞ্চায়েত এলাকার ২০০ জন উপভোক্তা ও মডেল ভিলেজ রোণ্ডার ১০০জন উপভোক্তা এই সুবিধা পান।