গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃপূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের মুলটি গ্রামে ২/১৫৩নং আই সি ডি এস কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার।
ফিতে কেটে আই সি ডি এসের নতুন ভবনটি উদ্বোধন করেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত।উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ-প্রধান জগন্নাথ রুদ্র,আই সি ডি এসের সুপারভাইজার মমতাজ বেগম সহ আরো অনেকে।
শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান জানান,আই এম ডি পি প্রকল্পে মুলটি গ্রামে ২/১৫৩নং আই সি ডি এস কেন্দ্রের নতুন ভবনটি দশ লক্ষ সতেরো হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় এবং সেটি আজ উদ্বোধন হল।এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েতের কাজের ভূয়শ্রী প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।