গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনে জয় সুনিশ্চিত করতে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব-বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সংলগ্ন মাঠে।

উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব-বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত মণ্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২ নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য সহ প্রমুখ।

প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক সহ সাধারণ উপস্থিত হয়েছিলেন।কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথেই পূর্ব-বর্ধমানের তৃণমূল কংগ্রেস প্রার্থী গতবারের জয়ী সুনীল কুমার মণ্ডলকে ব্যাপক ভোটে জয়লাভ করানোর আহ্বান জানালেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একইসাথে তিনি বলেন,সকলে মিলে সাংগঠনিক ভাবে দলের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here