গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে কাটোয়া মহকুমা ফুটবল লীগ। শনিবার দিন মুখোমুখি হয় নেতাজী সুভাষ ক্রীড়া একাডেমি ও সিধু কানু মার্শাল ক্লাব ।
কাটোয়া পৌরসভার মাঠে আয়োজিত খেলায় উভয় দলের মধ্যে গোলশূন্য ভাবে শেষ হয়। ।এবারে মোট দশটি দল মহকুমা ফুটবল লীগে অংশগ্রহণ করছে বলে জানা যায়।দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।গ্রুপ -এ তে রয়েছে পলাশী সংগ্রামী সংঘ,দাঁইহাট ফুটবল একাডেমি, ওয়াই. এম.সি,আদর্শপল্লী এ্যাথলেটিক ক্লাব,এস.টি.স্পোর্টিং ক্লাব।
গ্রুপ -বি তে রয়েছে বালুটিয়া শ্রীদুর্গা পাঠাগার, শ্রীখণ্ড সিধু কানু মার্শাল ক্লাব, ষ্টার ক্যাপ,শিবলুন ভাতৃসংঘ ও নেতাজী সুভাষ ক্রীড়া একাডেমি।
কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রনজিৎ চ্যাটার্জ্জী জানান,শনিবার কাটোয়া মহকুমা ফুটবল লিগে দুটি খেলা ছিল ।প্রথম খেলায় এস টি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করেছে। ।দ্বিতীয় খেলায় নেতাজী সুভাষ ক্রীড়া একাডেমি ও সিধু কানু মার্শাল ক্লাবের খেলা অমিমাংশিত ভাবে শেষ হয়।খেলার মাঠে মহকুমা ক্রীড়া সংস্থার সদস্য সহ প্রচুর ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিল।