গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ আজ মঙ্গলবার বিয়ের দিন।নাবালিকার বিয়ের তোড়জোড় চলছে। কাটোয়া প্রশাসনের তৎপরতায় বিয়ে আটকাল তার।কাটোয়া ২নং ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দেয়াসীন গ্রামেন বাসিন্দা ওই নাবালিকা।দেয়াসীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা।
নাবালিকার বিয়ের ঘটনা কাটোয়া ২নং ব্লকের বি ডি ও-র কানে পৌঁছে যায়।সেখান থেকে কাটোয়া ২নং ব্লকের জয়েন্ট বিডিও শুভেন্দু বর্মন,কাটোয়া ২নং ব্লকের সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক সুদর্শন মজুমদার,কাটোয়া ২নং ব্লকের যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার, অগ্রদ্বীপ ফাঁড়ির এস আই মঙ্গল চৌধুরী, ,চাইল্ড লাইনের প্রতিনিধি সুজিত দাস,দেয়াসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মজুমদার নাবালিকার বাড়িতে হাজির হন।সেখানে গিয়ে নাবালিকার বাবা ও মাকে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন এবং বোঝান।
মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তার বিয়ে যাতে না দেওয়া হয় তা বোঝানো হয় ছাত্রীর পরিবারকে। এছাড়া কন্যাশ্রী ও রুপশ্রী সম্পর্কে তাদের সম্যক ধারণা দেওয়া হয়।নাবালিকার বাবা বাণেশ্বর সাহাও মা কাকুলী সাহা মুচলেকা দিয়ে জানান মেয়ের বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না।