গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : পূর্ব-বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্পিড নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় গাঁফুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে একটি রক্ত (এইচ আই ভি)পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
পঞ্চায়েত এলাকার লোকজন, যারা কর্মসূত্রে দীর্ঘদিন অন্য রাজ্যে থাকেন তাঁরা এবং তাঁদের স্ত্রীরা এই শিবিরে অংশগ্রহণ করে বিনামুল্যে রক্ত পরীক্ষা করান। আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম জানান,২৩ জন মহিলা সহ মোট ৬২ জন বিনামূল্যে রক্ত পরীক্ষা করেন।
তিনি আরও জানান,৬২ জনের মধ্যে বাইরে থাকেন না এমন ৫ জন ব্যক্তি রক্ত পরীক্ষা করান।আলমপুর গ্রাম পঞ্চায়েতের এই রকম উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।