গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ পূর্ব-বর্ধমান জেলা ছাত্র উৎসব অনুষ্ঠিত হয় দুদিন ধরে কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনে মাঠে মঙ্গলবার শেষদিনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর সঙ্গে সুভাষ উৎসবে ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি বিতরণ করা হল।
গত ২৩ জানুয়ারী কাটোয়া ভারতী সংঘের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাটোয়া ভারতী সংঘ ও ভলিবল খেলোয়াড় রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী স্মৃতি ভলিবল কোচিং সেণ্টার। সুভাষ উৎসবে চ্যাম্পিয়ন হয় ভলিবল খেলোয়াড় রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী স্মৃতি কোচিং সেণ্টার।রানার্সআপ হয় কাটোয়া ভারতী সংঘ।
ছাত্র উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাঁইহাট পুরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।ট্রফি পেয়ে খেলোয়াড়রা খুবই খুশী।