গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ বুধবার সন্ধ্যায় কাটোয়া জাগরীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো ১২৩ তম নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস।
কাটোয়ার কাছারি রোডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাজী অনুরাগী। সঙ্গীত, আবৃতি, স্বরচিত কবিতা পাঠ ছাড়াও বিভিন্ন বক্তা নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।
জাগরীর সদস্য ছাড়াও উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডঃ পাঁচু গোপাল বক্সী, মৃদুলমলয় শর্মা সামন্ত, বিকাশ দাস, সনৎকুমার ঘোষ প্রমুখ।
সংস্থার সম্পাদক অপূর্ব চক্রবর্তী তার বক্তব্যে বর্তমান সময়ে নেতাজীকে স্মরণ করার প্রাসঙ্গিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।