গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্ম দিবস উপলক্ষ্যে সুভাষ উৎসব পালিত হলো কাটোয়ার জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।
কাটোয়া ২নং ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সুভাষ উৎসব পালিত হলো। প্রথমে প্রভাত ফেরী হয়।
তারপর জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তব্য, গান ও নৃত্য ইত্যাদিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কাটোয়ার ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, সহ-সভাপতি জাগু প্রধান, কাটোয়ার ২নং পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জেলা পরিষদের দুই সদস্য মণ্ডল আজিজুল ও তুষার সামন্ত, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, পঞ্চায়েতের সকল আধিকারিক, পঞ্চায়েতের সদস্য সহ এলাকার অগণিত মানুষ।