গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃবিবেক পথের আয়োজিত ২০১৯ বিবেক সম্মান পেলেন নেহেরু যুব কেন্দ্রের (দক্ষিণ কলকাতা) অধিকর্তা তথা কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের ছেলে রঘুমণি চ্যাটার্জ্জী।
গত ২০ জানুয়ারী কলকাতার যোধপুর পার্কের সূর্য সেন মঞ্চে আয়োজিত বিবেক সম্মান উৎসবে এই সম্মান পেলেন দক্ষিণ কলকাতার নেহেরু যুব কেন্দ্রের অধিকর্তা রঘুমণি চ্যাটার্জ্জী সহ ৯ জন সমাজসেবী।
উপস্থিত ছিলেন স্বামী দিব্যানন্দজী মহারাজ,সাহিত্যিক শীষেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
এ যাবৎ যতগুলো সম্মান পেয়েছেন কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের ছেলে রঘুমণি চ্যাটার্জ্জী তারমধ্যে বিবেক পথের দেয়া সম্মান রঘুমণির কর্ম্মজীবনে একটি অন্যমাত্রা এনে দেবে বলে মনে করেন ঘোড়ানাশ গ্রামের বাসিন্দারা।
সংঘঠনের সম্পাদক সমর দাস উৎসব মঞ্চ থেকে সমাজের যুব সম্প্রদায়কে সামাজিক কাজে বেশি করে অংশগ্রহণ করতে আহ্বান জানান।