গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ শনিবার বর্ধমান উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করলেন বিখ্যাত অভিনেতা ও বিধায়ক চিরঞ্জীত চক্রবর্তী ।

উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ,বিধায়ক রবীরঞ্জন চট্র্যোপাধ্যয় ,জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় , ,সম্পাদক বর্ধমান পৌরসভার অমিত কুমার গুহ,বর্ধমান জেলা পরিষদের সদস্য উত্তম সেনগুপ্ত ,প্রাক্তন উপ পৌরপতি খন্দেকার সাহিদুল্লা,সহ একঝাক প্রাক্তন কাউন্সিলার
এদিন পৌর কর্মীরা উপস্থিত অতিথিবর্গকে সংবর্ধনা প্রদান করেন, এরপর পৌর উৎসবের প্রতীক ও স্মরণিকা প্রকাশ ও প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী স্বপন দেবনাথ, অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, রবিরঞ্জন চট্টপাধ্যায় সহ উপস্থিত অতিথিরা।এই মেলা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের থিম বর্ধমান জানে ,অহিংসার মানে।প্রতি দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গীতি ,কবিতা আলোচনা ,স্থানীয় শিল্পী ও কলকাতার নামীদামি শিল্পীদের অনুষ্ঠান।

মন্ত্রী স্বপন দেবনাথ উদ্বোধনী ভাষণে বলেন মেলা উৎসবে মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ হয়।

রবীরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, সংস্কৃতির মেল বন্ধন ঘটে উৎসবের মধ্যে দিয়ে।অভিনেতা
চিরঞ্জীত চক্রবর্তী গান করেন ও তার বিখ্যাত সংলাপ – বৌ হারালে বৌ পাওয়া যায় ,কিন্তু মা হারালে মা পাওয়া যায় না পরিবেশন করে সকলকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here