গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব-বর্ধমানের দাঁইহাট পৌরসভার পরিচালনায় প্রথম বর্ষ দাঁইহাট পৌর উৎসব শুরু হলো দাঁইহাটের পুরানো বি ডি ও অফিসের মাঠে(ইন্দ্রাণী লজের সামনে) রবিবার।
সকাল ১০ টায় ঢাক,রণপা,ঘোড়ানাচ,ব্যাণ্ড সহয়োগে এক বর্ণাঢ্য পদযাত্রা দাঁইহাট পৌরসভা থেকে শুরু করে দাঁইহাট বাজার,সিনেমা হল রোড়, স্কুল রোড় হয়ে শহর পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।তারপর পৌরউৎসবের মেলা প্রাঙ্গনে মেলার ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের অানুষ্ঠানিক সূচনা করেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল, কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার এস ডি পি ও ত্রিদিব সরকার,দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল, দাঁইহাট পৌরসভার উপ-পৌরপ্রধান৷ , কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায়, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জ্জী ও দাঁইহাট পৌরসভার সমস্ত কাউন্সিলার।
মেলা চলবে ২৩ জানুয়ারী পর্যন্ত।মেলা চলবে প্রত্যহ দুপুর ৩টা থেকে রাত্রি ৯.৩০ টা পর্যন্ত।পুরুলিয়ার ছৌনাচ,আবৃত্তি, শ্রুতিনাটক,লোকসংগীত,বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতিদিন।দাঁইহাট পৌরসভার এইরকম উদ্যোগকে শহরবাসী সাধুবাদ জানান।
।