গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ পূর্ব-বর্ধমানের ১ নং ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে কলি গ্রামে মল্লিক পাড়ায় যুব গোষ্ঠী ক্লাবে অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষণ শিবির ।
এই কৃষক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অধিকর্তা ভূমি সমীক্ষা শিবাশীষ সাহা, শুভেন্দু হাজরা ,শুভ ব্যানার্জি ,আনন্দ মন্ডল, সুজয় দত্ত সহ সরকারি আধিকারিক বৃন্দ।
এই কৃষক প্রশিক্ষণ শিবিরে ২৫০ থেকে ৩০০ কৃষক প্রশিক্ষণ নেন।এই শিবিরে বিকল্প চাষ পদ্ধতি সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হয় এবং চাষীদের বিভিন্ন চাষ সম্পর্কে খোঁজ খবর নেন প্রশিক্ষকরা ।,
কোন চাষে কি ধরনের লাভ হবে, কোন ফসলে কি কি সার ব্যবহার করেন ও কোন কোন কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো জানেন ও কোন কোন চাষে বেশি লাভজনক হবে ,চাষে কোন সময় কি প্রয়োগ করা উচিত, কোন সময় কালে কি চাষ করলে লাভবান হওয়া যায় এই নিয়ে চাষীদের বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়। কৃষি দপ্তরের এরকম উদ্যোগকে কৃষকরা সাধুবাদ জানান।