গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ প্রতিবছরের মতো এবারও কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৭ ও ১৮জানুয়ারী ঘোড়ানাশ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।দুদিন ধরে বাছাই পর্ব ও চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম দিন ১৭জানুয়ারী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বাছাই পর্ব ও চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় দিন ১৮ জানুয়ারী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বাছাই পর্ব ও চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের বয়স ভিত্তিক অনুসারে চারটি ভাগে ভাগ করা হয় যথা মিনি,সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র। ৪৬ টি ইভেন্ট ৬০০জন ছাত্রী অংশগ্রহণ করে।দৌড়,লং জাম্প,হাই জাম্প,শটপার্ট,ডিসকাস সহ প্রভৃতি খেলায় প্রতিযোগিরা অংশগ্রহণ করে।

প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হবে।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার জানান,প্রতিবছরের মতো এবারও একটি নির্দিষ্ট দিনে মেধাভিত্তিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর একটি অনুষ্ঠান করে পুরস্কার তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের হাতে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মজুমদার, ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার সহ সমস্ত শিক্ষক ও শিক্ষিকা খেলার মাঠে উপস্থিত ছিলেন। এলাকাবাসী খেলা দেখতে মাঠে ভীড় জমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here