গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ আগামী ১৯ জানুয়ারী
ব্রিগেড সমাবেশের সমর্থনে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসে ও সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেসে কমিটির উদ্যোগে ১৯ জানুয়ারি সমাবেশের জন্য এক পথসভাআয়োজিত হয় বৃহস্পতিবার কাটোয়া ২ ব্লকের সিঙ্গি গ্রামের হাট তলায়।
সিঙ্গির বাজারে এই পথ সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেসে কমিটির সভাপতি রফিকুল মন্ডল, শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসে কমিটির সভাপতি কোরবান মিদ্দ্যা ,সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী, তৃণমূলের বিশিষ্ট কর্মী ক্ষুদিরাম দত্ত সহ ও সমস্ত এলাকার নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিরা।
প্রচুর মানুষের আজকের পথসভায় জমায়েত হয়েছিল।বক্তারা তাঁদের বক্তব্যে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান,উন্নত ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে সকলকে ব্রিগেড সমাবেশে উপস্থিত হওয়ার কথাও বলেন।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির সমালোচনাও করেন।