গৌরনাথ চক্রবর্ত্তী :অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ে ফিরল ভারত।অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করল।জয়ের জন্য ২৯৯রান তাড়া করতে নেমে ৪৯.২ ওভারে ৪উইকেটে ২৯৯রান করে ভারত।
ফলে সিরিজ ১-১ হয়ে গেল।প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল।দ্বিতীয় ম্যাচ ভারত জিতল।ফলে মেলবোর্ন কার্যত ফাইনাল ম্যাচে পরিণত হল।
বিরাট কোহলী ১০৮ বলে সেঞ্চুরি করে।ব্যক্তিগত ১০৪ রান করে আউট হন।
রোহিত শর্মা ৪৩ রান করেন।ধাওয়ান ৩২,রায়ডু ২৪ রান করেন।ধোনি ৫৫ রানে অপরাজিত থাকেন।কার্তিক ২৫ রান করে অপরাজিত থাকেন।এরআগে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে।ভারতের জয়ের জন্য প্রয়োজন ২৯৯ রান।সকালে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যাট করা সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টা৫০মিনিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ অ্যাডিলেডে শুরু হয়।প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক বিরট কোহলী টস হেরে ফ্লিডিং করে।অস্ট্রেলিয়ার শন মার্শ সেঞ্চুরি করেন।
তারই জন্য অস্ট্রেলিয়া বড় রানের ইনিংস গড়ে।টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়ার কেউ সেঞ্চুরি পান নি।এই ম্যাচে শন মার্শ ১২৩ বলে ১৩১ রান করে।ম্যাক্সওয়েল ৩৭ বলে ৪৮ রান করেন।ভুবনেশ্বর ৪৫ রান দিয়ে ৪উইকেট নেন।মহম্মদ সামি ৫৮রানের বিনিময়ে ৩উইকেট পান।এই ম্যাচ ভারতের কাছে ছিল ডু-অর-ডাই।যেহেতু সিরিজে অস্ট্রেলিয়া ১-০এগিয়ে ছিল।
তাই সিরিজের সমতা ফেরাতে আজ ভারতকে জিততেই হত।।সেটাই ভারত করে দেখাল।ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করে সিরিজ জমিয়ে দিল।মেলবোর্নে সিরিজের ফয়শালা হবে।সেদিকেই আপাতত সকলেই তাকিয়ে থাকব।ম্যাচ যার,সিরিজ তার।