গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ প্রত্যেক বছর ১৫জানুয়ারি দেশজুড়ে উদযাপিত হয় সেনাদিবস।আজ মঙ্গলবার ২০১৯ এর ১৫ জানুয়ারি সারা ভারতবর্ষে পালিত হচ্ছে ৭১তম আর্মি ডে অর্থাৎ সেনাদিবস।
ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী। যে সমস্ত ভারতীয় সেনারা নিজেদের ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করে চলেছেন তাঁদের উদ্দেশ্যেই পালিত হয় এই সেনাদিবস।
ভারতের ইতিহাসে আজ পর্যন্ত যে সব যুদ্ধ বিদ্রোহ হয়েছে তাতে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা আছে।
সারা দেশের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে কাটোয়ার ঘোড়ানাশ ফুটবল মাঠে একদল কলেজ পড়ুয়া সকালবেলায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটিকে পালন করেছে।
কাটোয়ার ঘোড়ানাশ,মুস্থূলী ও আমডাঙ্গা গ্রামের কলেজ পড়ুয়ারা জানান,ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষায় সাফল্য লাভ করার জন্য সকাল-সন্ধ্যা আমরা দুবেলা মাঠে অনুশীলন করি।
আজ সেনাদিবস তাই আমরা সকলে মিলে বীরসৈনিকদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেনাদিবস দিনটি উদযাপিত করলাম।