গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ১২ই জানুয়ারি শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নপাড়া মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন হয় |
পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির বগপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া মোড়ে একটি ফলক উন্মোচনের মধ্য দিয়ে রাস্তাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি |
এই রাস্তাটির নামকরণ করা হয় নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত অশোক মুখার্জ্জীর নামে |
যাঁর জন্ম ১৯১১সালের ২৯ শে জানুয়ারি এবং মৃত্যু ১৯৯২ সালের ১০ই জুলাই | ইনি নপাড়া গ্রামে থাকতেন |
এই বাড়িতেই জন্ম নেন বর্তমান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জ্জী | তাঁর বাল্যকাল কেটেছে এই বাড়িতেই | এখনো সেই পৈতৃক বাড়ি নপাড়া গ্রামে রয়েছে | মাঝে মাঝে সুব্রতবাবু এই পৈতৃক বাড়িতে এসে সময় কাটান | এদিনও তার ব্যতিক্রম হয়নি | তিনি সেখানে যান এবং সেখানকার মন্দিরে ঠাকুরকে পুজোও দেন |
এই রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, আরতি খান সহ প্রমুখ।এলাকাবাসীরা এই ধরনের উদ্যোগে খুবই খুশী।