গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ দুই দিন ধরে চলা পূর্ব বর্ধমান জেলার রবীন্দ্র ভবনে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার এদিন ছিলো ফাইনাল। প্রায় কয়েক প্রতিযোগী অংশ নিয়েছিলএই প্রতিযোগিতায় ।
বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং কলকাতা নর্থ কালচার এন্ড মেডিটেশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এই প্রতিযোগিতার সেমি ফাইনালের পর এ দিন ছিল ফাইনাল এবং ছিল মেগা চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়ন ছিল লিটল চ্যাম্প ।
প্রত্যেক গ্রুপের সফল প্রতিযোগীদের হাতে সংস্থার পক্ষ থেকে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।বিভিন্ন জেলা থেকে আসা টিমের কোচদেরও বিশেষ সম্মান দেওয়া হয়।