গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ আগামী ১৯ জানুয়ারী ব্রিগেড সমাবেশের সমর্থনে কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহামিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ।
ব্রিগেড কর্মসূচীকে সফল করতে মুস্থূলী তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে ঢোল,বাঁশি,টগর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে মহা মিছিল শুরু করে আমডাঙ্গা,একডেলা,মুস্থূলী ও ঘোড়ানাশ গ্রাম প্রদক্ষিণ করে মুস্থূলীতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মহামিছিল শেষ হয়।
মহামিছিলে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ সকল সদস্যরা, তৃণমূল কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।