গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া ঃ শনিবার সকাল ৮ টা সময় দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিবস উপলক্ষ্যে একটি পদযাত্রা বের করা হয়।ছাত্রছাত্রী, শিক্ষক, আশ্রম সদস্য থেকে এলাকাবাসী সকলেই অংশগ্রহণ করেন।
পদযাত্রীরা দাঁইহাট শহরের নেতাজী সঙ্ঘ তে স্বামীজি ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।এরপর কালিদাস শিশু উদ্যানে স্বামীজীর প্রতিকৃতি তে মাল্যদান করা হয়।
এরপর দাঁইহাট বাজার ঘুরে পদযাত্রা টি আশ্রমে এসে সমাপ্ত হয়।সকলকে বিস্কুট, লজেন্স ও শেষে টিফিন দেওয়া হয়।