গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ পূর্ব-বর্ধমানের পূর্বস্থলী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চুপি কালীতলায় শহীদ সজল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে ।
এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন চ্যাটার্জি ও সভাপতি সুতপা নাথ ,প্রধান আনন্দময়ী হালদার, উপপ্রধান পঙ্কজ গাঙ্গুলী ও অন্যান্য নেতৃবৃন্দ । জানা যায়, এই রক্তদান শিবিরে ২০ জন মহিলাসহ মোট ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।কালনা মহকুমা ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেন।
এছাড়া রক্তদান ছাড়াও সকালে পূর্বস্থলী স্টেশন থেকে চুপি কালীতলা পর্যন্ত এক রোড রেসের আয়োজন করা হয় ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দুপুরে দিকে যেমন বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। ।এলাকাবাসী উদ্যোক্তাদের সাধুবাদ জানায়।