গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ ৮ ও ৯ জানুয়ারী শ্রমিক সংগঠনগুলি সারাদেশে দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে।কেন্দ্রের শ্রমিক নীতির বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট।
এই ধর্ম ঘট ডেকেছে বামশ্রমিকসংগঠনগুলি সারাদেশের পাশাপাশি কাটোয়া মহকুমাতেও শুরু হয়েছে ধর্মঘট।কাটোয়া বাসস্ট্যাণ্ড থেকে বাস চলাচল স্বাভাবিক ।
কাটোয়ার দাঁইহাট মোড়ে চৌরাস্তা দেখা গেল জনজীবন স্বাভাবিক। বাস সহ অন্যান্য যানবাহন চলছে।কাটোয়া শহর সহ অন্যান্য জায়গায় স্কুল,কলেজ,অফিস সব খোলা আছে।
ট্রেন চলাচল স্বাভাবিক। কাটোয়া ১নং ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত, কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত অফিস,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কার্যালয়,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির কার্যালয় খোলা আছে।দাঁইহাট শহরে দাঁইহাট শাখার স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া খোলা থাকলেও কাটোয়ার মুস্থূলী গ্রামে অবস্থিত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক বন্ধ থাকার খবর পাওয়া যায়।দাঁইহাট শহরের ট্রেন চলাচল স্বাভাবিক। জনজীবন স্বাভাবিক। স্কুল,অফিস খোলা থাকলেও দাঁইহাট সাব পোষ্ট অফিস বন্ধ থাকে।অন্যান্য দিনের মতই রাস্তায় লোক চলাচল সহ অন্যান্য যানবাহন স্বাভাবিক।