গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ৬৪ তম ন্যাশনাল স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে ৪ জানুয়ারী বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে।
প্রতিযোগিতা চলবে ৮জানুয়ারী পর্যন্ত।বালকদের ৩০ টি টিম ও বালিকাদের ৩০ টিম অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়।বাংলার মেয়েরা প্রথম খেলায় উড়িষ্যাকে ২-০ সেটে সরাসরি পরাজিত করার পর দ্বিতীয় খেলাতেও মধ্যপ্রদেশকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে উঠে।
আজকে বাংলার মেয়েরা মুখোমুখি হয় কর্ণাটকের বিরুদ্ধে ।বাংলার মেয়েরা সরাসরি ৩-০ সেটে কর্ণাটককে পরাজিত করে কোয়াটার ফাইনালে পৌঁছায়।বাংলার মেয়েরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাঞ্জাবের বিরুদ্ধে আজ বিকাল ৫টায় ।
বাংলার দলের কোচ তথা কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার এই খবরটি জানান।তিনি আরও জানান,বাংলা মেয়েরা পরপর তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনাল খেলায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা।