গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ রবিবার বর্ধমান ফুডিশ ক্লাব ও বর্ধমান পুলিশ এর যৌথ উদ্যোগে ,বর্ধমান সদরঘাটে পিকনিক করতে আসা দল গুলির কাছ থেকে থার্মোকলের প্লেট ও বাটি গুলি সংগ্রহ করে তাদের হাতে পরিবেশ বান্ধব শালপাতার থালা তুলে দেওয়া হয়।
বর্ধমান পুলিশ এর আধিকারিক দের হাত দিয়ে সকলের হাতে তুলে দেয়া হয় এই সামগ্রী গুলি।
পিকনিক করতে আসা সকল কে সচেতন করা হয় থার্মোকল প্লেটের ক্ষতিকারক দিক সম্পর্কে।
সকাল সকাল পরিবেশ বান্ধব এই রকম উদ্যোগ কে সাধুবাদ জানান সকল এলাকাবাসী ও পিকনিক করতে আসা লোকজনেরা।
বি এফ সি এর তরফে জানানো হয়, আগামী দুটি রবিবার ও এই উদ্যোগ গ্রহণ করা হবে বিভিন্ন পিকনিক স্পট গুলিতে।