গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাশীরাম দাস স্মরণোৎসব কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ৫ দিন ব্যাপী ৫৮ তম মহাকবি কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা শুরু হল পূর্ব-বর্ধমানের কাটোয়ার সিঙ্গি কাশীরাম দাস পাঠাগারে।মেলা চলবে ১০ জানুয়ারী পর্যন্ত।
বাংলা মহাভারত রচয়িতা কাশীরাম দাসের জন্মভিটা সিঙ্গি গ্রামে।কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাশীরাম দাস স্মরণিকাও প্রকাশ করেন বিধায়ক।
বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক শান্তিময় বন্দ্যোপাধ্যায়,কাটোয়া ২নং ব্লকের পূর্ত কর্মধ্যক্ষ সুব্রত মজুমদার, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাখী ধারা,শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ প্রধান জগন্নাথ রুদ্র সহ প্রমুখ।
মেলা উপলক্ষ্যে আবৃত্তি,সঙ্গীত,নৃত্য,যাত্রানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।প্রচুর মানুষ ভিড জমিয়েছে মেলা প্রাঙ্গনে।