গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া শ্রম দপ্তরের উদ্যোগে রবিবার শুরু হয়েছে শ্রমিক মেলা কাটোয়ার আর এম সি ময়দানে।সাঁওতালি নৃত্য, ঢাক সহ বাদ্যযন্ত্র সহকারে অতিথিদের স্বাগত জানানো হয়।
অতিথি বরণের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রমিক মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মাঝি,রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কেতুগ্রামের বিধায়ক সেখ শাহনেওয়াজ,দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার অরুণিমা বিশ্বাস,কাটোয়ার এমপ্লয়মেন্ট অফিসার ভিক্টর রায় সহ প্রমুখ সরকারি আধিকারিকগণ।
মেলা চলবে সোমবার পর্যন্ত।সামাজিক সুরক্ষা যোজনার প্রসারে এই মেলার আয়োজন।বেনিফেসিয়ারীদের শিক্ষাজনিত,চিকিৎসাজনিত খরচের জন্য অনুদানের চেক তুলে দেওয়া হয় আজকে।প্রতিদিন বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। মেলায় মানুষজনের ভিড় উপচে পড়ে।