গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ পূর্ব-বর্ধমানের দাঁইহাটফুটবল একাডেমীর পরিচালনায় শুরু হয়েছে অনূর্ধ্ব ১২ নার্সারি ফুটবল লীগ।দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত খেলায় শনিবার মুখোমুখি হয় দাঁইহাট ফুটবল একাডেমী ও সেভেন স্টার। দাঁইহাট ফুটবল একাডেমী ৫-১ গোলে সেভেন স্টারকে পরাজিত করে।
দাঁইহাটের চারটি দলকে নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব ১২ নার্সারি ফুটবল লিগ ।বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় বেঙ্গল কিংস ফুটবল কোচিং সেণ্টার ১-০ গোলে সমাজকল্যাণ সংঘকে পরাজিত করে।আয়োজকদের কাছ থেকে জানা যায়,
অংশগ্রহণ করছে দাঁইহাট ফুটবল একাডেমি,দাঁইহাট সমাজকল্যাণ সংঘ,দাঁইহাট সেভেন স্টার,দাঁইহাট বেঙ্গল কিংস ফুটবল কোচিং সেন্টার। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ শে জানুয়ারী।