গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রামে মা যোগাদ্যা দেবীর মন্দিরের কাছে ইকো পার্কের শিলান্যাস করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
দুঃস্থ মানুষদের শীতবস্ত্র ও বাচ্চা ছেলেদের খাবার বিতরণ করা হয়। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী, ৷
কাটোয়ার মহকুমাশাসক মহকুমা সৌমেন পাল, মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, মোস্তাক আহমেদ, নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরি সহ প্রমুখ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর ধরে ক্ষীরগ্রামে মা যোগাদ্যা দেবীর মন্দিরে আগমন হয় বহু ভক্তরা। ইকোপার্কটি হলে যারা এখানে মায়ের মন্দিরে আসবেন সকলে উপকৃত হবেন ।
একইদিনেই ধারশোণা ও ইটা গ্রামের দুটি হাটের শিলান্যাস করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।