গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃকাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় সোমবার থেকে শুরু হল কন্যাশ্রী মেলা কাটোয়ায়।মেলা বসছে কাটোয়ার কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের মাঠে।মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বেলা ১১টায় মহকুমা ক্রীড়া সংস্থার নথিভুক্ত ক্লাব ও সরকারী সাহায্যপ্রাপ্ত ক্লাবগুলোর সদস্য সহ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের সকলকে নিয়ে উদ্বোধনী পদযাত্রা হয় মহকুমাশাসকের অফিস থেকে কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের মাঠ পর্যন্ত।
বিকাল ৩টায় পুরুলিয়ার ছৌনাচ পরিবেশিত হয়।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য আধিকারিক আজিজুর রইমান,কাটোয়ার এস ডি পি ও ত্রিদিব সরকার,কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায়, কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী দাস।
প্রতিদিন দুপুর ২টা৩০মিনিট থেকে রাত্রি ৯টা৩০মিনিট পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।