গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ ভারতীয় জনতা পার্টি বর্ধমান পূর্ব কাটোয়া সাংগঠনিক জেলার ডাকে আইন অমান্য মিছিল।
পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজ বিপন্ন।এই বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে ভারতীয় জনতা পার্টি বর্ধমান পূর্ব কাটোয়া সাংগঠনিক জেলার ডাকে কাটোয়ায় আইন অমান্য মিছিল হয়।
কাটোয়া বাসস্যাণ্ড থেকে মিছিল শুরু হয়ে এস ডি ও অফিসের সামনে শেষ হয়।মিছিলে পা মেলালেন মুকুল রায়,কৈলাস বিজয় বর্গী,বর্ধমান পূর্ব জেলার বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোস সহ বিজেপির সমর্থক ও কর্মীরা।
এস ডি ও অফিসের সামনে জনসভায় বক্তব্য রাখেন মুকুল রায়, কৈলাস বিজয় বর্গী।