গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ইণ্ডিয়ান বয়েজ গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কম্বল বিতরণ সোমবার পূর্ব-বর্ধমানের কলেজ মোড়ে অনুষ্ঠিত হল।
উপস্থিত ছিলেন বর্ধমানের অনাময়ের সুপার ডাঃ অমিতাভ সাহা,কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ শৌমিক ঘোষ, ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কলকাতার প্রাক্তন বিঞ্জানী ডঃ শ্যামুলেন্দু চট্টোপাধ্যায়, সমাজসেবী সুভাষ বণিক,সাংবাদিক বৈদ্যনাথ কোনার, সুখেন্দু বিকাশ নন্দী।
সংগঠনের পক্ষ থেকে জানা যায়,এ দিনের শিবিরে প্রায় ১৮০ বোতল রক্ত সংগ্রহ করা হয়েছে।এদিন ১৩০ জন মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।সংগঠনের সম্পাদক রাজ নারায়ণ সাউ বলেন,আমরা আমাদের সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি,আগামী দিনেও থাকবো।
ছবি ও তথ্য গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান।