গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বর্ধমান রেল স্টেশন চত্বরে ও স্থানীয় বস্তি বাসীদের মধ্যে বিতরণ করা হয় সংগৃহীত পুরোনো পোশাক ,চকোলেট ও কেক রবিবার।এদিনের অনুষ্ঠানে সহযোদ্ধার সঙ্গে সহযোগিতায় ছিল জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনজীবী অমিত সরকার,পিএলভী নির্মলেন্দু গুঁই, সহযোদ্ধার সভাপতি ঋষি গোপাল মন্ডল,সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ,চন্দন ঝাঁ ও সহযোদ্ধার অন্যান্য সদস্যরা।
বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য বলেন,প্রতিনিয়ত আমরা সমাজ সেবা মূলক কাজকর্ম করে থাকি,এদিন শতাধিক দুঃস্থ শিশু ,মহিলা,পুরুষ ও বয়স্কদের মধ্যে পুরোনো পোশাক ,কেক,চকোলেট বিতরণ করে আমরা খুশি।তিনি আরও বলেন, আগামী দিনেও আমাদের সামর্থ্য মতো আমরা এদের পাশে দাঁড়াবো,এই কাজে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাই