গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া, ১২ মার্চঃপূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে এক বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সোমবার রাতে।মৃত বয়স্কা মহিলার নাম আনন্দময়ী দে(৮৮)।

আনন্দময়ী দে-এর জামাই দেবাশিষ রায় জানান ,অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন।এই কারণে তিনি তেল ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

রাত্রিতে কখন বাড়ির বাইরে এসে গায়ে আগুন দিয়েছে কেউ জানে না। মঙ্গলবার সকালে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।আনন্দময়ী দে পাঁচটি মেয়ে।তিনি গ্রামেরই এক মেয়ের বাড়িতে থাকতেন।

ঘটনাস্থলে কাটোয়া থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ উপস্থিত।পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here