গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া জাগরী আয়োজিত অষ্টম বর্ষ নাট্যোৎসবের শনিবার ছিল দ্বিতীয় দিন। কাটোয়ার সংহতি মঞ্চ শুক্রবার নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় যা গরীব শিল্পীদের সমবেত সংগীত এর মাধ্যমে।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাগরীর সম্পাদক অপূর্ব চক্রবর্তী। প্রথম দিন পরিবেশিত হয় শিলিগুড়ি ইঙ্গিত নাট্য দলের দুটি নাটক। দ্বিতীয় দিন অর্থাৎ ২২ ডিসেম্বর বারাসাত অনুশীলনী পরিবেশিত “ব্রেন ড্রেন” নাটকটি দর্শকদের ভূয়শী প্রশংসা কুড়োয়।
শেষ দিন 23 ডিসেম্বর রবিবার পরিবেশিত হবে কলকাতায় হ য ব র ল গোষ্ঠীর নাটক “বিপজ্জনক”।
ওই দিন উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক চন্দন সেন এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেব শংকর হালদার।