পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের মাটি,কৃষি, উদ্যান পালন,মৎস্য, খাদ্য, কৃষি বিপণন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা২০১৮ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।কৃষিমেলা বসেছে কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগদান্দপুরের রাধাগোবিন্দ মাঠে।মেলা চলবে তিনদিন।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশিরকুমার মণ্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নরেশচন্দ্র মণ্ডল,কাটোয়া মহকুমা কৃষি আধিকারিক আশিষকুমার বারুই,মহকুমা কৃষি আধিকারিক আশুতোষ সর্দ্দার,কাটোয়া ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মন্ডল,কাটোয়া ২নং ব্লকের বি এল ডি ও ডাঃ জয়কিংকর মান্না,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, |
অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মুখার্জ্জী,পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ,কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত প্রধান,উপ-উপপ্রধান,সদস্যরা, জেলা পরিষদের সদস্যরা ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিকবৃন্দ।
এলাকার কৃষক শ্রেণীর মানুষেরাও উপস্থিত ছিলেন।মেলার বিশেষ আকর্ষণ হল কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা,কেসিসি ক্যাম্প,কুইজ কনটেস্ট ও রন্ধন প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি কৃষক পুরস্কার বিতরণী।
জানা যায়,তিনদিন ধরে চাষীদের উৎসাহ দেবেন কৃষি বিশেষজ্ঞরা।কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য দিয়ে মেলা সাজনো হয়েছে।মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ প্রমুখ কৃষিমেলার স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন।