নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : কাটোয়া ২নং ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে বদ্ধ জলাশয়ে মশার লার্ভা খাদক গাপ্পি মাছের চারা ছাড়া হল শুক্রবার।
কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জলাশয়ে এই গাপ্পি মাছ ছাড়া হয়।শুক্রবার কাটোয়া ২নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মণ্ডল কাটোয়া ২নং ব্লক প্রাঙ্গণে কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের ভি.আর.পি.(গ্রামীণ সম্পদ কর্মী)দের হাতে গাপ্পি মাছগুলি তুলে দেন।
তারপর ভি.আর.পিরা(গ্রামীণ সম্পদ কর্মী)গাপ্পি মাছগুলি নিয়ে কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বদ্ধ জলাশয়ে ছাড়েন।কাটোয়া ২নং ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত হল জগদানন্দপুর, অগ্রদ্বীপ, গাজীপুর, করুই,সিঙ্গি, শ্রীবাটী ও পলসোনা।সাতটি গ্রাম পঞ্চায়েতের ৬৯ জন ভি আর পি এই গাপ্পি মাছগুলি সুষ্ঠুভাবে বদ্ধ জলাশয়ে ছাড়েন।