গৌরনাথ চক্রবর্ত্তী,: পূর্ব-বর্ধমানের কাটোয়া মহকুমার প্রাথমিক বিদ্যালয়,নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা সমূহের ছাত্র-ছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৩৮ তম কাটোয়া মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ৩ রা ও ৪ঠা ডিসেম্বর মঙ্গলকোটের মাথরুণ এন সি ইনস্টিটিউশন ময়দানে।
৩রা ডিসেম্বর সোমবার মঙ্গলকোট চক্রের ব্যবস্থাপনায় মঙ্গলকোটের শিমুলিয়া ১নং পঞ্চায়েতের অধীন মাথরুণ এন সি ইনস্টিটিউশন ময়দানে ৩৮তম কাটোয়া মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল।উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিডিও মুস্তাক আহমেদ,মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ,৮টি সার্কেলের এস আই,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ও প্রতিযোগীরা।
৪ঠা ডিসেম্বর ২৮টি ইভেন্টে ১৭৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন স্কুল ডি আই নারায়ণ চন্দ্র পাল,মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ,এ আই নাজমুল হুদা সহ বহু বিশিষ্টব্যক্তিবর্গ।জেলাস্তরের প্রতিযোগিতা আগামী ১১ ও ১২ডিসেম্বর বর্ধমানের বড়শুলে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।