গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া মহকুমা ও কাটোয়া ১ নং ব্লকের ব্লক ও মহকুমা কৃষি মেলা শুরু হল কাটোয়া ১নং ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের দুর্গা গ্রাম নবীন সংঘের ফুটবল মাঠে বুধবার ।
মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন,সমবায় ও প্রাণী সম্পদ মেলা২০১৮ ফিতে কেটে উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মেলা চলবে তিনদিন ধরে। উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, কাটোয়া ১নং ব্লকের বিডিও মহঃ বদরুদ্দোজা, কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার ও কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত ও কাটোয়ার ১নংপঞ্চায়েত সমিতির সহ সভাপতি চন্দ্রাণী মণ্ডল, সহ কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান,সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা ও জেলা পরিষদের সদস্যরাও। এলাকার কৃষকরাও উপস্থিত ছিলেন।
মেলার বিশেষ আকর্ষণ হল কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা কে সি সি ক্যাম্প ও কুইজ কনটেস্ট ও রন্ধন প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি কৃষক পুরস্কার বিতরণী। জানা যায় তিনদিন ধরে চাষের উৎসাহ দেবেন কৃষি বিশেষজ্ঞরা ।
কৃষকদের উৎপাদিত পণ্য দিয়ে মেলার স্টলগুলো সাজানো হয়েছে।