গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা ও একডেলা গ্রামে বুধবার নবান্ন উৎসবের পর বৃহস্পতিবার প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হয়েছে।

কমপক্ষে ৪০ টি প্রতিমা নবান্ন উৎসবে হয়েছে।প্রতিটি ক্লাব একে অপরকে টেক্কা দিতে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় বার হয়েছে।

ঘোড়ানাশ,আমডাঙ্গা ও মুস্থূলী গ্রাম প্রদক্ষিণে প্রতিমা সহ বাদ্যযন্ত্র নিয়ে প্রতিটি ক্লাবের সদস্যরা। রাস্তার দুধারে মানুষের ঢল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here