গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ AITCSSMC-র উদ্যোগে পূর্ব-বর্ধমান জেলার AITCSSMC সোস্যাল মিডিয়া ওয়ার্কারদের কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান টাউন স্কুলে রবিবার।
উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক অলোক মাঝি, রাজ্য যুব সম্পাদক রাজীব ঘোষাল, জেলা সম্পাদক ডাঃ ইন্তিখাব আলম,নীহার আদিত্য জেলার সহ সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি মোঃ সাদ্দাম, মহিলা সভানেত্রী তৃষ্ণা সরকার, সহ শ্রীমতী সম্পাদিকা মন্ডল,সতী মুখার্জী,রঙ্গোলী চ্যাটার্জী,মহঃ কালাম,শ্যামল দত্ত ও অন্যান্য নেতৃবর্গ।
AITCSSMC র পক্ষ থেকে কপিল তালুকদার বলেন, এই জেলার সবকটি বিধানসভার অন্তর্গত সব কটি গ্রাম পঞ্চায়েতে হোয়াটস অ্যাপ গ্রুপ চালু করে প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের প্রচারের উপর জোড় দেওয়ার কথা।
AITCSSMC র পক্ষে পার্থ বন্দ্যোপাধ্যয় জানান, বর্তমানে ২০৩ টি বিধানসভায় হোয়াটস্ অ্যাপ গ্রুপ চালু আছে। অতি সত্বর বাকী ৯১ টি বিধানসভায় গ্রুপ চালু করার ব্যাপারে আশা প্রকাশ করেন।
পূর্ব্ বর্ধমানের ১৬ টি বিধান সভার ২৩টি ব্লকের ৫৭২জন প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।