দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট জামানায় নদীয়ার করিমপুর হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যবস্থা থাকলেও ছিলনা কোন অত্যাধুনিক মানের এক্সরে করার ব্যবস্থা। যার কারণে অর্থোপেডিক বিভাগের রোগীদের এক্সরে করার প্রয়োজনে বেশি অর্থ ব্যয় করে হাসপাতালের বাইরে কোন বেসরকারি সংস্থার উপর নির্ভর করতে হতো।
২০১১ সালে বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের শাসকদলের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকে করিমপুরের স্থানীয় বাসিন্দারা নতুন সরকারের কাছে হাসপাতালে এক্সরে ব্যাবস্থা শুরু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।
করিমপুর বাসির দাবি কে প্রাধান্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার করিমপুর হাসপাতালে বিনা খরচে শুরু হলো অত্যাধুনিক এক্সরে করার ব্যবস্থা। এই নতুন ব্যবস্থাপনায় খুশি রোগীর আত্মীয় পরিজন সহ স্থানীয় করিমপুর বাসি।