নিজস্ব প্রতিনিধি : প্রয়াত ডিএমকে নেতা এম কে করুণানিধির কন্যা এম কে কানিমোজি কলকাতার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে এসে ঠারে ঠারে জানিয়ে দিলেন, মোদী সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জন-আন্দোলন শুরু করেছেন তাঁদের দল তাকে সমর্থন করে ।
একইভাবে মমতার আন্দোলনে পাশে আছেন বলে জানিয়েছে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী । সহমর্মিতার কথা ফোনে জানিয়ে দেন ফারুক আবদুল্লা, দেবগৌড়া, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল । সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সমর্থনের কথা জানিয়ে দেন দলের নেতা কিরণময় নন্দ।
রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র মোদী সরকারের সমালোচনা করলেও দলের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানান ।
এদিকে আগামীকাল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে যথাক্রমে সিবিআই ও রাজ্য সরকারের আনা বিষয়ের ওপর শুনানি গ্রহণ করা হবে।