গৌরনাথ চক্রবর্ত্তী :অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে।ভারতের জয়ের জন্য প্রয়োজন ২৯৯ রান।
সকালে টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যাট করা সিদ্ধান্ত নেন।মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টা৫০মিনিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ অ্যাডিলেডে শুরু হয়।
প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক বিরট কোহলী টস হেরে ফ্লিডিং করে।অস্ট্রেলিয়ার শন মার্শ সেঞ্চুরি করেন।তারই জন্য অস্ট্রেলিয়া বড় রানের ইনিংস গড়ে।টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়ার কেউ সেঞ্চুরি পান নি।
এই ম্যাচে শন মার্শ ১২৩ বলে ১৩১ রান করে।ম্যাক্সওয়েল ৩৭ বলে ৪৮ রান করেন।ভুবনেশ্বর ৪৫ রান দিয়ে ৪উইকেট নেন।
মহম্মদ সামি ৫৮রানের বিনিময়ে ৩উইকেট পান।এই ম্যাচ ভারতের কাছে ডু-অর-ডাই।ইতিমধ্যেই সিরিজে অস্ট্রেলিয়া ১-০এগিয়ে আছে।সিরিজের সমতা ফেরাতে আজ ভারতকে জিততেই হবে।
না হলে একদিনের সিরিজ অস্ট্রেলিয়া জিতে যাবে।এখন দেখার ভারতীয় ব্যাটসম্যানরা কি করে।