অতনু গোস্বামী, নদীয়াঃ-চাকরি পাইয়ে দেয়ার নাম করে মোটা অংকের আর্থিক প্রতারণার দায়ে দুই যুবককে গ্রেফতার করল এডাল হট থানার পুলিশ। ধৃতদের নাম বিজু বিশ্বাস(২৬) ও গোবিন্দ মন্ডল(৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই দুই যুবক রানাঘাট থানার অন্তর্গত বিনপাড়া এলাকায় বেকার যুবক-যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটি কার্যালয় খুলে বসে ছিল।
অভিযোগ, ভারতীয় রেল সহ বিভিন্ন সরকারি সংস্থায় অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ও বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছিল ধৃত ওই দুই যুবকের বিরুদ্ধে।
গত কয়েক সপ্তাহ আগে প্রতারিত কয়েকজন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে রানাঘাট থানার পুলিশ তদন্তে নেমে বিনপাড়া এলাকার কার্যালয় থেকে গ্রেপ্তার করে ওই দুই যুবককে। বুধবার পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে হাজির করলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই প্রতারণা চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।