নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার ভোরে বক্সা জঙ্গল একটা হাতি লোকালয়ে ঢুকে সব কিছু লন্ডভন্ড করে দেয়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ঘর।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ভার্ণাবাড়ি চা বাগানে ধনবাহাদুর লাইনে ।
আজ ভোর চারটে নাগাদ বক্সা জঙ্গল থেকে একটি হাতে বাগানে ঢুকে তাণ্ডব চালায়। হাতিটি এলাকার বাসিন্দা সাইলি ছেত্রির ঘড় ভেঙ্গে দেয় । ঘরে রাখা চাল-আটা সব সাবাড় করে দেয় ।
সাইলি ছেত্রি জানান, ” হাতি যখন এসে ঘর ভাঙতে থাকে তখন আমি নাতিদের নিয়ে শুয়ে ছিলাম। পালাতেও পারিনি । হাতি এসে ঘর ভেঙে ঘরে থাকা সব সাবাড় করে দেয় ।