অতনু গোস্বামী, নদীয়াঃ-নদীর জলে ভেসে আসা পচা-গলা এক যুবতীর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার নবদ্বীপে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালের নবদ্বীপের গঙ্গা দিয়ে ভেসে আসা একটি পচা-গলা যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। তবে মৃতার পরিচয় এখনো জানা যায়নি।পরিচয় জানতে পার্শ্ববর্তী থানা গুলিতে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নবদ্বীপ থানার অন্তর্গত গদখালী এলাকায় স্থানীয় এক ব্যক্তি গঙ্গার জলে বিউটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।