তারাশঙ্কর গুপ্ত ,বাঁকুড়াঃ গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই সূত্র ধরেই বাঁকুড়া শহরের আশ্রম পাড়ার এক জুয়ার ঠেক থেকে ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।
অনেক দিন ধরেই পুলিশের কাছে খবর ছিল বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েক জন জুয়াড়ী আশ্রম পাড়ার একটি বাড়িতে জুয়ার আড্ডা বসায়।
সোমবার রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১১ জনকে ধরে ফেলে। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশের এই সক্রিয়তায় খুশি বাঁকুড়ার আশ্রম পাড়ার বাসিন্দারা।