শ্রী শ্রী জটেশ্বরনাথ শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জনসাধারণের কল্যান কামনায় রুদ্র মহাযজ্ঞ।এই যজ্ঞে উপস্থিত ছিলেন শ্রী জটেশ্বরনাথ শিব মন্দিরের সেবাইত মোহান্ত যোগী ব্রহ্মনাথজী মহারাজ।
এছাড়াও ছিলেন অখিল ভারতীয় অবধূত ভেষ ভালো পন্থ যোগী মহাসভার প্রতিনিধি, উড়িষ্যা কেয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ মাননীয় মোহন্ত যোগী শিবনাথজী মহারাজ, দমদমের গোরক্ষবাসুলী মন্দিরের ভারপ্রাপ্ত মোহন্ত যোগী বিজয়নাথজী মহারাজ, অসম প্রদেশের বঙ্গাইগাঁওয়ের গোরক্ষনাথ মন্দিরের মোহন্ত যোগী কৈবল্যনাথজী মহারাজ ও জটেশ্বরনাথ শিব মন্দিরের পূর্বতন মোহন্ত যোগী মাধবনাথজী মহারাজ।
অখিল ভারতীয় অবধূত মেষ বারো পন্থ যোগী মহাসভার প্রতিনিধি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।তাঁকে সকল যোগীগন অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেন।
দেশের ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহস্রাধিক ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন।